অদ্ভুতুড়ে 5:23 AM 1 comments
odesk, 3 dollar,Fixed rate
ODesk
ওডেস্ক থেকে মেইল পেলাম আজই - নভেম্বর এর ১৫ তারিখ থেকে প্রতি ঘন্টার মিনিয়াম রেট ৩ ডলার করে দেয়া হবে । এর ফলে যারা নতুন আছেন তারাও ভালো মানের কাজের সুযোগ পাবেন এবং আমাদের দেশের বেশিরভাগ ফ্রীল্যান্সার যারা ৩ ডলার এর নিচে কাজ করছেন তাদের রেট বাড়বে এবং আমরা আমাদের যোগ্যতার কার্যকরী মূল্য মার্কেট প্লেসে বাড়ানোর সুযোগ পাচ্ছি ।

এতে করে যে শুধু লাভ হয়েছে তা নয় , কিছু স্প্যামারদের অনেক ক্ষতিও হয়েছে । কারন অনেক স্প্যামার আছেন যাদের ধারনা ঘন্টায় ৫০ সেন্ট বিড করে কাজ পাওয়া যায় । এই সকল স্প্যামার এখন এই রেটে বিড করতে পারবে না । এতে করে মার্কেট প্লেস থেকে স্প্যামিং অনেকটাই হলেও কমে যাবে ।

এই সিধান্তের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন, যারা মাত্র কাজ শুরু করেছেন বা কিছু কাজ করেছেন বা যারা কয়েক বছর ধরে ১-২ ডলার রেটে ডাটা এন্ট্রির কাজ করছেন তারা । ডাটা এন্ট্রি সেক্টরে কাজের রেট খুবই কম তাই এই সেক্টরেও মিনিমাম ৩ ডলার প্রতি ঘণ্টা রেট করে দেয়া হবে । এতে করে সবাই ভাল মানের আয় করতে পারবেন ।

এর ফলে, কাজ না শিখে শুধু লো রেটে বিড করার দিন শেষ । সবাই ১৫ নভেম্বর থেকে ওডেস্ক এ মিনিমাম ৩ ডলার রেটে কাজ করতে পারবেন ।

এটি এই বছরের ১৫ই নভেম্বর থেকে চালু করা হবে । সুতরাং নতুন ফ্রীল্যান্সাররা যারা এখনও কাজ ভাল করে শিখতে পারেন নি বা শিখছেন তারা কাজ আর একটু ভাল করে শিখুন এবং রেডি হন মিনিমাম ৩ ডলার রেট এর জন্য ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.