![]() |
Add caption |
আপনার অতি পছন্দের ফোনে স্ক্র্যাচ পড়েছে ! স্ক্র্যাচ ঠিক করতে কেমন খরচ হবে তাই নিয়ে চিন্তায় পড়ে গেছেন ? মোবাইল ফোনের স্ক্র্যাচ সারানোর জন্য এবার আর সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন পরবে না । অতি সহজে বাড়িতে বসেই নিজের হাতে স্ক্র্যাচ তুলুন আর শখের মোবাইলটাকে আরও ঝকঝকে, তকতকে করে তুলুন ।
১ . টুথপেস্ট - শুধুই কি দাঁত মাজা? টুথপেস্ট হাতের কাছে থাকলে , তা আপনার মোবাইলের স্ক্র্যাচও সারিয়ে তুলতে পারবে । পদ্ধতি- তুলোয় একটু টুথপেস্ট লাগিয়ে তা স্ক্র্যাচ পড়ে যাওয়া অংশে সার্কুলার মোশনে ঘষতে থাকুন। যতক্ষণ না ওই স্ক্র্যাচ রিমুভ হচ্ছে ততক্ষণ হাল্কা হাতে ঘষতে হবে। স্ক্র্যাচ পরিষ্কার হয়ে গেলে শুকনো ভেজা কাপড় দিয়ে সেই টুথপেস্টটি পরিষ্কার করে দিন ।
২ . কার স্ক্র্যাচ রিমুভাল ক্রিম- এই ক্রিম বাড়িতে থাকলে , তা কাপড়ে নিয়ে মোবাইল স্ক্রিনের স্ক্র্যাচ পড়ে যাওয়া অংশে ঘষুন। তা হলেই স্ক্র্যাচমুক্ত হবে আপনার ফোন।
৩ . স্যান্ডপেপার এবং ড্রিল গ্রাইন্ডার - জেদি স্ক্র্যাচ সারাতে হলে স্যান্ডপেপার এবং স্মল ড্রিল গ্রাইন্ডার কাজে লাগতে পারে। ফোনের পেছনে স্ক্র্যাচ থাকলেও এর সাহায্যে তোলা যায়। তবে মনে রাখবেন , স্যান্ডপেপারের সবচেয়ে নরম অংশটি ব্যবহার করবেন এবং হাল্কা হাতে তা দিয়ে পরিষ্কার করবেন। তা না -হলে আপনার ফোনে আরও বেশি স্ক্র্যাচ পড়তে পারে।
৪ . বেকিং সোডা - একটু জলে কিছুটা বেকিং পাওডার মিশিয়ে ঘন পেস্ট
বানিয়ে নিন। পরিষ্কার কাপড়ে ওই পেস্ট লাগিয়ে স্ক্র্যাচের ওপর সার্কুলার মোশনে হাল্কা হাতে ঘষুন। এর পর পরিষ্কার, হাল্কা ভেজা কাপড় দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করে নিন।
৫ . বেবি পাওডার - বেকিং পাওডার না - থাকলে বেবি পাওডারও ব্যবহার
করা যেতে পারে। সামান্য জলে বেবি পাওডার ঘুলে একটি পেস্ট বানিয়ে নিন।
তার পর তুলোয় ওই পেস্ট লাগিয়ে স্ক্র্যাচ পড়ে যাওয়া অংশে ঘষুন।
৬ . ভেজিটেবেল ওয়েল- ছোট এবং লুকিয়ে থাকা স্ক্র্যাচের জন্য ভেজিটেবেল
ওয়েল ব্যবহার করতে পারেন। এক ফোটা তেলই স্ক্র্যাচগুলিকে বিদায় করবে।
৭ . ডিম এবং পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট - ইয়াহু- তে একটি অনলাইন টিউটোরিয়ালে দেখানো হয়েছিল , ডিমর সাদা অংশের সঙ্গে পোটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট মিশিয়ে তা ব্যবহার করলেই স্ক্র্যাচ উধাও হয়ে যাবে। এ কাজের জন্য মাইক্রোফাইবার কাপড় , ডিম , অ্যালুমিনিয়াম ফয়েল এবং ফিটকিরি লাগবে। ( কাছের ওষুধের দোকান থেকেই পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট কিনতে পাওয়া যাবে। ) পদ্ধতি- সসপেনে একটি ডিমের সাদা অংশের মধ্যে ফিটকিরি দিয়ে তা ১৫০ ডিগ্রি ফারেনহাইট তাপে গরম করুন। এর পর মাক্রোফাইবার কাপড়টিকে ওই মিশ্রণে চুবিয়ে নিন। এবার অ্যালুমিনিয়াম ফয়েলে ওই কাপড় রেখে মাইক্রোআভেনে ৩০০ ডিগ্রি তাপমাত্রায় রাখুন। লক্ষ্য রাখবেন , কাপড়টি যেন পুরোপুরি শুকিয়ে যায়। মাইক্রোআভেন থেকে কাপড়টি বার করে ঠান্ডা জলে ধুয়ে নিন। বর্ণিত পদ্ধতিটি ৩ বার করুন। এর পর ৪৮ ঘণ্টা শুকোতে দিন। এবার সেই কাপড়টিকে স্ক্র্যাচ পরিষ্কার করার কাজে ব্যবহার করুন।
৮ . ব্রাসো , সিলভো বা অন্যান্য পালিশ - আগেই বলে রাখি, নিজের রিস্কে এই পদ্ধতিতে স্ক্র্যাচ তুলবেন। কারণ , ব্রাসো , সিলভো বা অন্যান্য পালিশ দিয়ে স্ক্র্যাচ তোলার চেষ্টা করলে , অনেক সময়েই তা স্ক্রিনের কোটিং তুলে দেয় , এমনকি বড় স্ক্র্যাচও ছেড়ে দেয় । পদ্ধতি- তোয়ালের ওপর একটি বাটি রাখুন। তাতে এ ধরনের কোনও পালিশ নিন। ওই পালিশের মধ্যে কাপড় চুবিয়ে তুলুন। এবার স্ক্র্যাচে ওপর-নীচে এবং সার্কুলার মোশনে কাপড়টি ঘষুন। এর পর পরিষ্কার কাপড় দিয়ে ওই জায়গাটি মুছে নিন।
Post a Comment