অদ্ভুতুড়ে 5:09 AM

কম্পিউটার থেকে কোন ফাইল মুছে ফেললে আমরা খুব সহজেই সেটি রিসাইকেল বিন থেকে উদ্ধার করতে পারি। কিন্তু স্মার্টফোনে এই সুবিধা না থাকায় মুছে ফেলার পর ফাইল উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়।



আজ আপনাদের সামনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রিসাইকেল বিন যুক্ত করার পদ্ধতি দেখানো হবে।




প্রথমেই এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।

তবে প্রথমেই বলে রাখি, এই অ্যাপ ইন্সটল করার আগে মুছে ফেলা ফাইল এর মাধ্যমে ফেরত পাবেন না।

অ্যাপ ইন্সটল করার পর কোন ধরণের ফাইল এখানে সংরক্ষণ করতে চান, সেটি নির্ধারণ করে দিন।


এখানে কতদিন ধরে ফাইল রাখতে চান, সেটিও ঠিক করে দিন। তবে আপনি যদি টাইম ফ্রেম ম্যানুয়াল করে থাকেন, তাহলে নিজের ইচ্ছামত রিসাইকেল বিন থেকে ফিল মুছে ফেলতে পারবেন।


যে ফাইলটি রিকভার করতে চান, সেটিতে ট্যাপ করে হোল্ড করুন। সেখান থেকে রিস্টোর করে নিন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.