অদ্ভুতুড়ে 3:52 AM

গুগল কিনে নিচ্ছে ট্রাভেল অ্যাপ স্টার্টআপ জেটপ্যাক। এই অ্যাপ ভ্রমণকারীদের ইনস্টাগ্রাম থেকে ছবি সংগ্রহ করে দিক নির্দেশনা দিয়ে থাকে। 




তবে এই অধিগ্রহণ প্রক্রিয়া ঠিক কত মূল্যে সম্পন্ন হচ্ছে, কিছু জানা যায়নি সে ব্যাপারে। জেটপ্যাকের হোমপেজে বলা হয়েছে, আগামী মাসের ১৫ তারিখে অ্যাপস্টোর থেকে এই অ্যাপটি সরিয়ে ফেলা হবে এবং অই সময় থেকে এ সংক্রান্ত কোন সাপোর্ট পাওয়া যাবে না। 


এটি মূলত একটি আইওএস অ্যাপ যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি নিয়ে ট্রাভেলগাইড তৈরি করে থাকে। ২০১১ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। আর এতে বিনিয়োগ করেছিলেন ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী জেরি ইয়াং।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.