২০ বছর পূর্ণ করলো বিশ্বের প্রথম স্মার্টফোন ৯০০০ ডলার মূল্যের IBM Simon। এটি বাজারে ছাড়া হয় ১৯৯৪ সালে।
![]() |
| IBM Simon |
আইবিএম এবং যুক্তরাষ্ট্রের সেলুলার কোম্পানি BelSelf যৌথভাবে তৈরি করেছিল এক ঘণ্টা ব্যাটারি লাইফের এই ফোনটি। এই স্মার্টফোন ২৩ সেন্টিমিটার লম্বা এবং প্রায় আধ কেজি ওজনের ছিল। বলা যায়, এটি বাড়ি তৈরিতে ব্যবহৃত ইটের প্রায় অর্ধেক ছিল। এই ফোন সম্পর্কে আইরিশ টাইমস মন্তব্য করেছিল," এর নাম সিমন কারন, এটি খুব সাধারণ এবং এর দ্বারা প্রায় সবই করা যায়।"
![]() |
| IBM Simon |
সবুজ এলসিডি স্ক্রিনের এই ফোনে তখনকার সময়ে টাচস্ক্রিন যুক্ত করা হয়েছিল। এতে ফোন করার পাশাপাশি নোট, ছবি আঁকা, ক্যালেন্ডার তৈরি করা কিংবা ফোন নাম্বার সংরক্ষণের পাশাপাশি ফ্যাক্সের সুবিধাও ছিল। এই স্মার্টফোনটির সব মিলিয়ে প্রায় ৫০,০০০ ইউনিট বিক্রি হয়েছিল। লন্ডনের বিজ্ঞান যাদুঘরে এটি স্থায়ীভাবে যায়গা করে নিতে যাচ্ছে এই বছরের অক্টোবরে।


Post a Comment