আমরা বিজ্ঞানের এমন এক যুগে বাস করছি যেখানে যে বিষয়গুলো এক দশক আগেও বৈজ্ঞানিক কল্পকাহিনী হিসেবে শোনা যেতো এখন সেগুলোই খুব সহজে আমাদের সামনে চলে আসছে । বিষয় টা এমন যে আজ এক কল্পলেখক কল্পনার জগতটাকে যেভাবে সাজাচ্ছে তার পর পরই কোন এক খ্যাপাটে বিজ্ঞানী তা সত্য বানিয়ে ফেলছেন ।
নাসার বিজ্ঞানীরা একটি ছোট্ট ঘোষণা, ‘ আমাদের পরিচিত রুপালি চাঁদ হবে সবুজ বর্ণের ’! আসুন আসল খবরটি কি তাই বিস্তারিত জেনে নেয়া যাক।
![]() |
| Arabidopsis |
Arabidopsis হলো একটি ছোট আকারের ফুল গাছ। এটি অনেকটা সরিষা বা বাঁধাকপি জাতের উদ্ভিদ এর মতো । প্রসঙ্গত এই জাতের উদ্ভিদ অন্য কোন গ্রহে পরীক্ষামূলক উদ্ভিদ কলোনী স্থাপনের কাজে খুবি কার্যকর । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই উদ্ভিদের অভ্যন্তরীন গঠন উদ্ভিদের অঙ্গসংস্থান বিদ্যা পাঠে আদর্শ মডেল হিসেবে ব্যবহৃত হয়; বিশেষ করে প্রথম উদ্ভিদ হিসেবে এর পূর্ণ জীন সিকোয়েন্স আবিষ্কারের পর থেকে ।
![]() |
| Arabidopsis |
নাসা তাই এই উদ্ভিদটিকেই নির্বাচন করেছে চাঁদের বুকে তৈরী হতে যাওয়া প্রথম বাগানের প্রথম উদ্ভিদ হিসেবে। তারা আগামী বছর থেকে নাসা এই কাজ শুরুর ঘোষণা দিয়েছে; এমনকি মঙ্গলেও তাঁরা ২০২১ সাল থেকে এই উদ্ভিদের চাষ শুরু করবেন ।



Post a Comment