অদ্ভুতুড়ে 11:58 AM

আমরা বিজ্ঞানের এমন এক যুগে বাস করছি যেখানে যে বিষয়গুলো এক দশক আগেও  বৈজ্ঞানিক কল্পকাহিনী হিসেবে শোনা যেতো এখন সেগুলোই খুব সহজে আমাদের সামনে চলে আসছে । বিষয় টা এমন যে আজ এক কল্পলেখক কল্পনার জগতটাকে যেভাবে সাজাচ্ছে তার পর পরই কোন এক খ্যাপাটে বিজ্ঞানী তা সত্য বানিয়ে ফেলছেন ।


নাসার বিজ্ঞানীরা একটি ছোট্ট ঘোষণা, ‘ আমাদের পরিচিত রুপালি চাঁদ হবে সবুজ বর্ণের ’! আসুন আসল খবরটি কি তাই বিস্তারিত জেনে নেয়া যাক।
রুপালি চাঁদ হবে সবুজ বর্ণের
Arabidopsis

Arabidopsis হলো একটি ছোট আকারের ফুল গাছ। এটি অনেকটা সরিষা বা বাঁধাকপি জাতের উদ্ভিদ এর মতো । প্রসঙ্গত এই জাতের উদ্ভিদ অন্য কোন গ্রহে পরীক্ষামূলক উদ্ভিদ কলোনী স্থাপনের কাজে খুবি কার্যকর । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই উদ্ভিদের অভ্যন্তরীন গঠন উদ্ভিদের অঙ্গসংস্থান বিদ্যা পাঠে আদর্শ মডেল হিসেবে ব্যবহৃত হয়; বিশেষ করে প্রথম উদ্ভিদ হিসেবে এর পূর্ণ জীন সিকোয়েন্স আবিষ্কারের পর থেকে ।

রুপালি চাঁদ হবে সবুজ বর্ণের
Arabidopsis

নাসা তাই এই উদ্ভিদটিকেই নির্বাচন করেছে চাঁদের বুকে তৈরী হতে যাওয়া প্রথম বাগানের প্রথম উদ্ভিদ হিসেবে। তারা আগামী বছর থেকে নাসা এই কাজ শুরুর ঘোষণা দিয়েছে; এমনকি মঙ্গলেও তাঁরা ২০২১ সাল থেকে এই উদ্ভিদের চাষ শুরু করবেন ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.