অদ্ভুতুড়ে 9:16 AM

ফেসবুক নিয়ে দিনের অনেকটা সময় আমরা পার করে দেই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল টাকে একটু গুছিয়ে রাখতে কেউই খুব বেশি সচেষ্ট নই । আজ এমন কিছু  বিষয় সামনে রেখে আপনাদের জন্য লিখতে বসলাম, তাহলে চলুন শুরু করি ............... 

 

ফেসবুক প্রোফাইল

প্রথমেই একটি বিশুদ্ধ ফেসবুক প্রোফাইল খুলুন | বিশুদ্ধ ফেইসবুক প্রোফাইল কি ? যেখানে আপনার দেয়া সকল তথ্য সঠিক এবং সে  প্রোফাইল এ সকল তথ্য পূরণ করে রাখবেন এক কথায় প্রোফাইলটি হবে আপনার প্রতিছবি | নামটি অবশ্যই নিজের হতে হবে “ছেড়া কাথা” বা “ভাঙ্গা কুলা” এই সব নাম আপনার ক্যরিয়ার ডুবিয়ে দেযার জন্য যথেষ্ট |

বন্ধু যেভাবে বানাবেন

অনেক কৌসলি হতে হবে নিজেকে ব্র্যান্ডিং এর জন্য , যেমন ধরুন আপনি যদি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনার গুরুত্ব কমতে থাকবে | আপনাকে এমন কাজ করতে হবে বা এমন সার্ভিস দিতে হবে যে অন্যরা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে এবং আপনি বুঝে শুনে আপনার টার্গেট অডিয়েন্স কে ফ্রেন্ড হিসাবে অ্যাড করবেন | এমন আর্টিকেল লিখতে পারেন যা সবার মন ছুয়ে যাবে এছাড়া প্রযুক্তি বা ফ্রিলান্স বিষয় এ পোস্ট দিতে পারেন | সর্বপরি এমন কিছু করুন যা আপনার ভালো লাগে শর্ত হলো মানুষকে প্রভাবিত করতে পারা |

যাদের বন্ধু বানাবেন

সামনে যাকে পাবেন তাকেই বন্ধু বানাবেন না | বেছে বেছে আপনার জীবনের লক্ষের সাথে সামঞ্জস্য আছে বা চলার পথে কাজে লাগবে প্রফেশনাল প্রোফাইল এ একমাত্র তাদের অ্যাড করুন | লিংকড ইন (সোশ্যাল মিডিয়া) কে উদাহরণ দেয়া যেতে পারে যেখানে বেশিরভাগ প্রফেশনাল বাক্তি প্রোফাইল করে থাকে | আপনি চেষ্টা করলে ফেইসবুকেও প্রয়োজনিয় বাক্তিদের খুজে নিতে পারেন |


গ্রুপ

গ্রুপ তৈরী করা আর একটি গুরুত্বপূর্ণ কাজ নিজে লক্ষের সাথে সামঞ্জস্য পূর্ণ গ্রুপ বানান এবং রিলেটেড গ্রুপ এর সাথে যুক্ত থাকুন | এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার আপনি সব কিছু করলেন কিন্তু একটিভ থাকলেন না বা মাঝে মাঝে উধাও হয়ে যান কি হবে জানেন ? আপনার লক্ষের জায়গাটি অন্য কেউ দখল করে নেবে , তাই একটিভ থাকুন সময় করে প্রতিদিন একটু হলেও সোশ্যাল মার্কেটিং এ নিজের অবস্থান কে এগিয়ে নিয়া যান |

প্রফেশনাল লুক

আপনার ফেসবুক প্রোফাইল টি কে প্রফেশনাল লুক দিন | অনলাইন মার্কেট প্লেস এ দেখবেন কভার পেজ তৈরীর কাজ আছে , এর অর্থ হলো প্রফেশনালরা ফেসবুক কে ভালো লুক দেবার জন্য কাস্টম কভার পেজ বানিয়ে নেয় তাই আপনার প্রোফাইল এর ভিউ আপনার কনসেপ্ট এর সাথে মিল রেখে হতে হবে | সাথে পোস্ট গুলি ও ভালো এবং দৃষ্টি নন্দন হওয়া প্রয়োজন |

পোর্টফোলিও

আপনার পোর্টফোলিও সাইট এর লিংক দিন তাতে আপনি আরো সাধীন ও ডায়নামিক ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন এবং অডিয়েন্স কে আপনার টার্গেট এর দিকে নিয়ে যেতে পারবেন যেটা হবে আপনার মূল লক্ষ |


ফেসবুক ফ্যান পেজ

ফেসবুক ফ্যান পেজ | এটি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই | নিজের ফলোয়ার দের জন্য ফ্যান পেজ মেনটেন করুন | সর্বদা কিছু না কিছু দিয়ে নক করতে থাকুন এতে রিলেশন চাঙ্গা থাকবে |

এপ্লিকেশন

যদি আপনার লক্ষ ই কমার্স হয় তাহলে ফেসবুকে বিভিন্ন আপ পাবেন যাতে প্রেসেন্টেশন সুন্দর হবে | অন্যান্য যে সকল সাইট এ আপনার একটিভিটি আছে লিংক দিয়ে সেখান থেকে ভিসিটর নিয়ে আসুন | ভিডিও মার্কেটিং জানলে ফেসবুকে ভিডিও অ্যাড করুন |

মার্কেটিং পদ্ধতি

মার্কেটিং এর ক্ষেত্রে যে কথাটি না বললেই নয় | কখনো সরাসরি প্রোডাক্ট বা সার্ভিস এর অফার দিবেননা এতে অডিয়েন্স এর ভিতরে আপনার ভুমিকা নিয়ে শংশয় দেখা দেবে | আপনি কি জানেন প্রকাশ করুন এবং সেখানে আপনার দক্ষতা দেখান তাহলে কাজের অফার অডিয়েন্স থেকে আপনার দিকে আসবে |

পরিশেষে

মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কিছু কি ওয়ার্ড থাকবে যা দিয়ে সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে এছাড়া এক লাইন এর একটি স্লোগান থাকা উচিত যা আপনাকে রিপ্রেসেন্ট করে | odesk / elance এ এমন স্লোগান খুঁজে পাবেন | পরিশেষে বলি , শুধু ফেসবুকের গন্ডিতে নিজেকে আটকে রাখবেন না , অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং মিডিয়া তে নিজেকে মেলে ধরুন | হয়তো সোনার হরিন আপনার জন্য অপক্ষা করছে |

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.