ইশ আমার যদি একটা সাইট থাকত -ইন্টারনেট এর বিভিন্ন সাইট দেখে আমাদের অনেকের মনেই কতো ইচ্ছা জাগে । যার মালিক হব আমি নিজে। যেখানে আমি নিজের মনের মত যা ইচ্ছা তাই দিয়ে সাজাবো । আর সাইট বানানোর জন্য আমি আপনাদের সাহায্য করব।
ওয়ার্ডপ্রেস কাকে বলে ?
প্রথম দিকে ওয়ার্ডপ্রেস ছিল একটা ব্লগিং প্লাটফর্ম। মানে আপনের একটা ব্লগ অ্যাড্রেস থাকবে, সেইটাতে আপনি ব্লগিং করবেন। ধরেন আপনে একটা ব্লগ খুললেন প্রথম আলো ব্লগে, আপনের খুব ইচ্ছা এইখানে ব্লগ লেইখা ফাটায় ফেলবেন। তো আপনে একটা ব্লগ লেখলেন, লেখলেন “আমার নাম মুকলেস, আমার বাম হাত এইটা, আমার পাঁচটা আঙ্গুল আছে, আমার দুইটা হাত, দুইটা পা……”; তো এই ব্লগ লেখার পরে আপনে পোস্ট কইরা দিলেন; দ্যাখা গেল ব্লগের মডারেটর সাহেব আপনের সব লেখা কাইট্টা ছাইটা লেইখা রাখছে “আমি মুকলেস”; এই দেইখা আপনি হতাশায় ডিসিশন নিলেন যে এই ব্লগের সাথে আপনে আর নাই, আপনি নিজের ব্লগ খুলবেন, নিজের যা মন চায় তাই লিখবেন। প্রথম দিকে ওয়ার্ডপ্রেস আপনাকে এই ব্লগ খোলার ই সুযোগ কইরা দিত।
দিন পাল্টাইছে, পাল্টাইছে ওয়ার্ডপ্রেস; পালটাইতে পালটাইতে ওয়ার্ডপ্রেস এখন মহিরুহ। টাইমস এর হিসাব মতে এখন সারা দুনিয়ায় প্রায় ৫৩ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কারন এইটা দিয়ে সাইট বানাইতে কোন কোডিং জানা লাগে না, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখা যায়, ওয়ার্ডপ্রেসেও একইভাবে লেখা যায়, এর উপর আছে হাজার ধরনের প্লাগিন্স; যেইটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট সাজাইতে পারবেন মনের মত। আর ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে অসাধারণ দিক হইল এইটা পুরা ফ্রী। এক টাকাও কেউ চাইব না আপনের কাছে কোন দিন।
ওয়ার্ডপ্রেস ২ ধরনের সিস্টেমে হয়
wordpress.com
এটাতে আপনি শুধু wordpress.com এর অধীনে সাবডোমেইন ব্যবহার করতে পারবেন।
৩জিবি হোস্টিং পাবেন।
ওয়ার্ডপ্রেস দিয়ে কতগুলো নির্ধারিত ফিচার ব্যবহার করতে পারবেন।
থিম ও অন্যান্য কাস্টমাইজেশন করতে পারবেন না।
৩জিবি হোস্টিং পাবেন।
ওয়ার্ডপ্রেস দিয়ে কতগুলো নির্ধারিত ফিচার ব্যবহার করতে পারবেন।
থিম ও অন্যান্য কাস্টমাইজেশন করতে পারবেন না।
wordpress.org
এটা ব্যবহার করার জন্য দরকার হবে নিজস্ব একটা ডোমেইন আর একটা হোস্টিং। আর এটার মাধ্যমে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যাবে ।
আমি মূলত এখানে ২ নং পদ্ধতিটা দেখাব ।
আমি মূলত এখানে ২ নং পদ্ধতিটা দেখাব ।
কি কারনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন
১)প্রোগ্রামিং না জানলেও ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সুন্দর সাইট তৈরি করা যায় ।
২)আমাদের গুগল এর কাছে ওয়ার্ডপ্রেস এর একটা থিম চাইলে লাখ লাখ থিম দিয়া দিবে
৩)আর যদি এইচটিএমএল,সিএসএস,পিএইচপি জানলে ওয়ার্ডপ্রেস এর সাইট ডিজাইন করাতো দুধভাত ।
৪)কোডিং না জানলেও প্লাগ ইন এর মাধ্যমে সব কিছু করতে পারবেন।
৫)seo এর জন্য ওয়ার্ডপ্রেস সেরা।
৬) ওয়ার্ডপ্রেস এ আপনি যেকোনো বিজ্ঞাপন দিতে পারবেন। কিন্তু ব্লগার এ পারবেন না।
৭)নিজের সর্বনিম্ন একটা ফ্রী ডোমেইন আর কোন ফ্রী হোস্টিং থাকলেই এটা ব্যবহার করা যাবে।
৮)WordPress দিয়ে তৈরি সাইটে বা ব্লগে Catagory, Meta, Tag, Navigation যোগ করা যায়, Ping করা, h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায়
এর পরে দেখাব হোস্টিং কাকে বলে আর হোস্টিং কিভাবে রেজিস্ট্রেশান করতে হয় ।
২)আমাদের গুগল এর কাছে ওয়ার্ডপ্রেস এর একটা থিম চাইলে লাখ লাখ থিম দিয়া দিবে
৩)আর যদি এইচটিএমএল,সিএসএস,পিএইচপি জানলে ওয়ার্ডপ্রেস এর সাইট ডিজাইন করাতো দুধভাত ।
৪)কোডিং না জানলেও প্লাগ ইন এর মাধ্যমে সব কিছু করতে পারবেন।
৫)seo এর জন্য ওয়ার্ডপ্রেস সেরা।
৬) ওয়ার্ডপ্রেস এ আপনি যেকোনো বিজ্ঞাপন দিতে পারবেন। কিন্তু ব্লগার এ পারবেন না।
৭)নিজের সর্বনিম্ন একটা ফ্রী ডোমেইন আর কোন ফ্রী হোস্টিং থাকলেই এটা ব্যবহার করা যাবে।
৮)WordPress দিয়ে তৈরি সাইটে বা ব্লগে Catagory, Meta, Tag, Navigation যোগ করা যায়, Ping করা, h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায়
এর পরে দেখাব হোস্টিং কাকে বলে আর হোস্টিং কিভাবে রেজিস্ট্রেশান করতে হয় ।
.jpg)
Post a Comment