অদ্ভুতুড়ে 12:17 AM

 
Nice-attack-to-save-little-by-Rihanna

ফ্রান্সের নিসে জঙ্গি হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পপ স্টার রিহানা। ওয়ার্ল্ড ট্যুর চলাকালীন ইতালির মিলানে গানের অনুষ্ঠান করে বৃহস্পতিবারই নিসে আসেন ২৮ বছরের পপ তারকা। আজ রাতে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। এরই মাঝে ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা।


রিহানার প্রতিনিধি তাঁর নিরাপদে থাকার খবর জানিয়েছেন। তবে তিনি আতসবাজির প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। জঙ্গি হামলার প্রেক্ষিতে জাজ উৎসবে রিহানার অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করেছেন নিসের মেয়র।

তাঁর অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবেই নিসে এসেছিলেন রিহানা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.