অদ্ভুতুড়ে 7:43 PM

 
Were-married-Shrabanti

বিয়ের পর্বটি সেরে ফেললেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। পাত্র মুম্বাইয়ের সুপারমডেল কৃষাণ ভ্রাজ। অনেক দিন ধরেই প্রেম করছেন তারা দুজন। অবশেষে এখন বিয়ের পিঁড়িতে বসলেন তারা। রোববার আনুষ্ঠানিকভাবে বাগদান এবং রেজিস্ট্রি করে ফেললেন তারা। আর আগামী বছর বিয়ের অনুষ্ঠান করবেন।


রোববার সন্ধ্যায় গ্র্যান্ড হোটেলে তাদের বিয়েতে গোটা টলিউডবাসীর উপস্থিতি ছিল। বাগদান অনুষ্ঠানে রোহিত বালের ডিজাইন করা পোশাক পরেছিলেন শ্রাবন্তী আর কৃষাণ পরেছিলেন মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।তবে এরই মধ্যে হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন ইউরোপকে। তাদের দুজনেরই নাকি পছন্দ এটি।

শ্রাবন্তী-কৃষাণের পরিচয় হয় দেড় বছর আগে একটি বিজ্ঞাপনের কাজের সময়। এরপরেই ভালোলাগা থেকে প্রণয় এবং পরিণয়ের সিদ্ধান্ত।শ্রাবন্তীর জীবনে অবশ্য কৃষাণ প্রথম নন। এর আগে শ্রাবন্তী বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। সেসময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান।

 বিয়ের পর ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, আমার ছেলে ঝিনুকের সঙ্গে কৃষাণের সম্পর্ক একেবারে বন্ধুর মত। মায়ের বিয়েতে নাকি ছেলে অতিথিদের দেখাশোনা নিজের হাতে করেছেন বলে জানান হালের এ সেনসেশন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.