অদ্ভুতুড়ে 1:30 AM
Jackie-Chan-dance-melody-of-the-song-with-Sonu-interest

 

‘কুংফু যোগা’ শিরোনামে একসঙ্গে একটি ইন্দো চাইনিজ সিনেমায় অভিনয় করছেন বলিউডের সনু সুদ এবং হলিউডের কুংফু তারকা জ্যাকি চ্যান। সেখান থেকেই ঘনিষ্ঠ বন্ধু তারা। আর তাই বন্ধুর অনুরোধ ফেলতে পারেন নি তিনি। সনুর ডাকে সাড়া দিয়ে মঞ্চে পাঞ্জাবি গানের তালে নাচলেন জ্যাকি চ্যান।


১৯তম সাংহাই ফিল্ম ফেস্টিভালে ১৯৯০ সালের পাঞ্জাবি গান টুনক টুনক টুনের তালে নাচলেন তারা।  ৬২ বছরের জ্যাকি চ্যান সনুর সঙ্গে দিলের মেহেন্দির গানের সঙ্গে পা মিলিয়েছেন। এই প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘পূর্বপ্রস্তুতি ছাড়াই গানের তালে পা দোলালেন আমার ভাই জ্যাকি চ্যান।’

‘কুংফু যোগা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারত ও চিন। চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ভারত সফরের সময় এই ছবির কথা চূড়ান্ত হয়। সনু সুদ ছাড়াও ছবিতে অভিনয় করছেন আমায়রা দাস্তুর। এ বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.