অদ্ভুতুড়ে 10:54 AM

দীর্ঘদিন পর বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি তিনি টেলিটকের 'ফিরে আসা' শীর্ষক একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন।

বিজ্ঞাপনচিত্রে জাহিদ হাসান

জানা গেছে, বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে_ জাহিদ হাসান এক সময়ের জনপ্রিয় মঞ্চ অভিনেতা। মঞ্চ নাটকের অবস্থা খারাপ হওয়ায় তিনি আর মঞ্চে অভিনয় করতেন না। নতুন প্রজন্মের হাত ধরে মঞ্চ আবার আগের অবস্থায় ফিরে আসে। এর মাধ্যমে জাহিদ হাসানও তার আগের নিজেকে ফিরে পান। এরপর তরুণ নাট্যকর্মীদের প্রচেষ্টায় আবার মঞ্চে ফিরে আসেন জাহিদ। এ সময় 'যে ঘর জুড়ে দখিনা হাওয়ার গান দরজায় কোকিলা অপেক্ষায়। ফিরে তো আমাকে আসতেই হবে'_ টিভিসিতে জাহিদ হাসানকে এই সংলাপ আওড়াতে দেখা যাবে। 

বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। রোববার এর দৃশ্যধারণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে। জাহিদ হাসানের পাশাপাশি এতে মডেল হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যত্বত্ত বিভাগের ছাত্রছাত্রীরা। ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রচার হবে বিভিন্ন টেলিভিশনে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.