হলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এডাম ম্যাককের পরবর্তী মুভিতে একজন সিইওয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জেনিফার লরেন্স। সিলিকন ভ্যালির বায়োটেক কোম্পানি ‘থেরানস’-এর সিইও এলিজাবেথ হোমসের চরিত্রে দেখা যাবে তাকে।
মুভিটিতে কোম্পানিটির উত্থান-পতন ও নিজের চেষ্টায় কোটিপতি হওয়া সিইও হোমসের জীবনী তুলে ধরা হবে। মূলত এটি হবে হোমসের একটি বায়োপিক। স্থানীয় সেলিব্রেটি গণমাধ্যম ‘ডেডলাইন’ তাদের এক প্রতিবেদনে এ কথা জানায়।
Post a Comment