অদ্ভুতুড়ে 7:22 AM

খুশির ছোঁয়া লেগেছে যেন বলিউডের ঘরে ঘরে। শহীদ-মিরার পর এবার খবর এল নতুন সদস্য আসতে চলেছে পতৌদি পরিবারেও। যদিও এখন পর্যন্ত কোন তারকা দম্পতিই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

মা হচ্ছেন কারিনা

আজ বুধবার জিনিউজ এক খবরে জানিয়েছে, সম্ভবত এই বছরের শেষেই ছোট নবাব সাইফ আলি খান এবং বলিউড ডিভা কারিনা কাপুর খান তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।
অনুমান করা হচ্ছে, সেই কারণেই লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন সাইফ-কারিনা।
সূত্র জানিয়েছে, শুধুই ছুটি কাটাতে নয়, স্ত্রীর বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গেছেন এ তারকা দম্পতি।
এদিকে কারিনা কাপুর খান পতৌদি পরিবারে সত্যিই ছোট সদস্য আনতে চলেছেন কিনা তা নিয়ে তাদের পক্ষ থেকে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে আজকাল কারিনা কাপুরকে একটু বেশিই ঢাকা পোশাকে দেখা যাওয়ায় এমনটাই প্রশ্ন উঠেছে ঘণিষ্ঠমহল থেকে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.