অদ্ভুতুড়ে 12:15 AM

বিয়ে নিয়ে নানা বিতর্কে জড়িয়ে পরেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। তাই মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল মাহি আদৌ অভিনয়ে ফিরবেন কিনা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও ফিরলেন শুটিংয়ে। 



Mahi- returned -after- the- wedding- shooting


আসছে ঈদের নতুন একটি অনুষ্ঠানে ভিন্নরূপে দেখা যাবে তাকে। একুশে টিভির ঈদ আয়োজনের অংশ হিসেবে গত শুক্রবার একটি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই গানের তালে নাচতে দেখা যায় মাহিকে। মাহি ছাড়াও অনুষ্ঠানে আরও ছিলেন ফেরদৌস, আঁখি আলমগীর, তানজিন তিশা, অমৃতা। জানা গেছে, ঈদের পর নতুন বর পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন হালের আলোচিত এই অভিনেত্রী। তবে তার আগে আগামী সপ্তাহ থেকে শাহনেয়াজ শানুর পরিচালনায় ও বাপ্পির বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ শুরু করছেন তিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.