ভালই জমে উঠেছে সাকিব-শ্রাবন্তীর রোমান্স। দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'শিকারী'তে অভিনয় করছেন তারা। ইউরোপের দেশ লন্ডনে ছবিটির দৃশ্যধারণ চলছে। ফেসবুকে প্রকাশ করা হয়েছে শুটিংয়ের বেশ কিছু ছবি। ছবিগুলোতে দু'জনকেই গানের তালে হারিয়ে যেতে দেখা গেছে।
জানা গেছে, 'লন্ডনের বেশ কয়েকটি স্থানে ছবির তিনটি গানের দৃশ্যধারণ হবে। এ ছাড়া এবারই প্রথম লন্ডনের মাটিতে পা রাখলেন শাকিব খান।ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে ব্যানার্জি। শাকিব-শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী, রুদ্র প্রতাপ প্রমুখ।

Post a Comment