ইসলামিক গানের অ্যালবাম "আল্লাহু" পবিত্র রমজান উপলক্ষে ঈগল মিউজিক পরিবেশন করছে ইসলামিক গানের অ্যালবাম 'আল্লাহু'। এতে কণ্ঠ দিয়েছেন রিয়েলিটি শো লক্ষ প্রাণের সুর - ২০১৩ চ্যাম্পিয়ন মোহাম্মদ মোশাররফ হোসাইন শরীফ, মোহাম্মদ আশরাফুল ইসলাম রানার্স আপ, লক্ষ প্রাণের সুর ২০১৪ এবং পাওয়ার ভয়েসের মোহাম্মদ সুজন।
আটটি গানের এই অ্যালবামে রয়েছে তিনটি নজরুলগীতিসহ তারেক আমিন এবং আকরাম হোসাইনের লেখা গান। সঙ্গীতায়োজন করেছেন রানা আখন্দ। আশা করা যায়, গানগুলো শ্রোতাদের খুব ভালো লাগবে।
Post a Comment