অদ্ভুতুড়ে 4:26 AM

প্রথমবারের মতো নাটকে অভিনয় করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন। নাটকের নাম ‘পুতুল পুতুল’।

নাটকে ক্রিকেটার শাহাদাত

ইফফাত আরেফিন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করছেন তপু খান।

 শনিবার  থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

প্রসঙ্গত, নিজের কাজের মেয়েকে নির্যাতন করে শাহাদাত বেশ সমালোচিত হয়েছেন। এজন্য তিনি ও তার স্ত্রী জেলও খেটেছেন। বর্তমানে তারা দু’জনেই জামিনে রয়েছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.