অদ্ভুতুড়ে 5:03 AM
Mahi-Singh-for-the-arijit

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং। রবিবার (৫ জুন) মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘টুপটাপ চুপচাপ’ শিরোনামে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।


এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা বলেন, ‘অরিজিৎ সিং নরমালি কোন গান একদিনেই রেকর্ডিং করেন। কিন্তু এই গানটিতে তিনি তিনদিন সময় দিয়েছেন। লাস্ট তিনদিন প্রচুর খেটেছেন। গানটি একটা স্কেলে নয়, তিনটা স্কেলে। সেকারণেই বেশ সময় নিয়ে কাজটা করেছেন তিনি।’

তিনি আরো বলেন, ‘তিনটা পার্টে ভাগ করা হয়েছে গানটি। ইতিমধ্যেই গানের একটি অংশের ভিডিও শুট করা হয়েছে মালয়েশিয়ায়। গানের সুরে ঠোঁট মিলিয়েছেন আরিফিন শুভ ও মাহি।’

উল্লেখ্য, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মোট তিনটি গান থাকছে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন অদিত ও ডিজে রাহাত। চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.