অদ্ভুতুড়ে 10:04 AM
Racy -film -being-a- mother- again

ক্যারিয়ারের ভালো সময়েই চিত্রনায়িকা রেসি বিয়ে করেন ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে। 


এরপর অভিনয় ছেড়ে সংসারি হয়ে যান তিনি। তাদের সংসারে অাছে এক কন্যা সন্তান। এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন রেসি। আর এ জন্য তাকে অপেক্ষা করতে হবে আরও সাত মাস। ২০০৭ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। এরপর ডিপজলের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান। বিয়ের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও গত বছর আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তার অভিনীত ‘শূন্য’ ছবিটির কাজ খুব শিগগিরই শেষ হবে বলে জানা গেছে। এ ছাড়া নিয়তি ছবিতেও একটি অতিথি চরিত্রে দেখা যাবে রেসিকে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.