একটি শাড়ির দোকানের চারপাশে সুন্দর সুন্দর পুতুল সাজানো। এগুলোকে বলে ‘ম্যানিকুইন’। সেলসম্যান ছেলেটা সারাদিনের ব্যস্ততার পর রাতে দোকানেই ঘুমায়। কয়েকদিন যাওয়ার পর একটি পুতুলের সঙ্গে ছেলেটির সখ্য গড়ে ওঠে। অদ্ভুত ব্যাপার হলো পুতুলটি তার সঙ্গে কথা বলে, আড্ডা দেয় এবং রাতে শহরের অলিগলিতে ঘুরেও বেড়ায়। হঠাৎ শো-রুম বন্ধ হয়ে যায়। দোকানের পুরনো মালামালের সঙ্গে পুতুলটিও বিক্রি হয়ে যায়।
এ গল্পটা লিখেছেন চিত্রনায়ক ফেরদৌস। নাম ‘ম্যানিকুইন’। এতে পুতুলের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর দোকানের সেলসম্যান হিসেবে আছেন সজল। বৃহস্পতিবার (১৬ জুন) মিরপুর-২ নম্বরে এর চিত্রায়ন হয়েছে। শুক্রবারও কাজ হবে।
অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। তারই ধারাবাহিকতায় বিদেশি একটি গল্পের ছায়া অবলম্বনে এবার ঈদের জন্য ‘ম্যানিকুইন’ নাটকটি লিখেছেন তিনি। তার কথায়, “অনেক সময় অনেক গল্পই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সময় পেলে সেগুলো লিখে রাখি। ‘ম্যানিকুইন’ সেগুলোরই একটি। ক্রিয়েশন ইনফিনিটি ও আমার প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আমরা বেশকিছু টিভি প্রোডাকশন নির্মাণ করবো। এই নাটকটি সেটারই প্রথম প্রয়াস।
”পূর্ণিমা-সজল ছাড়াও এতে অভিনয় করছেন ড. ইনামুল হক, রিফাত চৌধুরী, সানজিদ খান প্রিন্স, নীলা, অনন্যা প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন আবীর খান। বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ম্যানিকুইন’।
Post a Comment