অদ্ভুতুড়ে 11:51 PM
unknown-information-about-brush-lee

 

ব্রুস লি-র নাম শুনলেই তেজ আর ক্ষিপ্রতার কথা মনে আসে। মার্শাল আর্টের বাদশা ব্রুস লি এক জন এশীয় অভিনেতা হিসাবে একাই হলিউড কাঁপিয়েছিলেন। তাঁর সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জেনেন নিন।


১৯৬২-তে একটি ফাইটে প্রতিপক্ষকে ১৫ পাঞ্চে এবং এক কিকেই ধরাশায়ী করে দেন।এবং পুরো বিষয়টা ১১ সেকেন্ডের মধ্যে শেষ করেছিলেন।

ব্রুস লি-র ক্ষিপ্রতা হয়রান করে দেওয়ার মতো ছিল। তাঁর সম্পর্কে প্রচলিত, তিনি নাকি কোনও ব্যক্তির হাত থেকে পয়সা নিয়ে তাঁর হাতেই ধরিয়ে দিতেন। এবং ওই ব্যক্তি টেরও পেতেন না।

ব্রুস লির কিকের ক্ষিপ্রতা এত বেশি ছিল যে, একটি ফিল্মের শুটিংয়ের সময় পায়ের গতি ৩৪ ফ্রেম ধীরে করতে হতো যাতে দর্শকদের মনে না হয় তিনি নকল অভিনয় করছেন।

গামা পালোয়ানের বড় ভক্ত ছিলেন ব্রুস লি। গামা ছিলেন এমন এক জন কুস্তিগীর যিনি ছিলেন অপরাজেয়।ওয়ান টু চা চা চা… ঊষা উত্থুপের এই গান নিশ্চয়ই শুনেছেন। ব্রুস লি ছিলেন এই চা চা ডান্স স্টাইলের ওস্তাদ। ১৯৫৮-য় হংকং-এ আয়োজিত চা চা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

ব্রুস লি বিখ্যাত বক্সার মহম্মদ আলির বিরাট বড় ফ্যান ছিলেন। টিভিতে আলির ফাইট মুগ্ধ হয়ে দেখতেন। তাঁর ইচ্ছা ছিল আলির সঙ্গে ফাইট করার।

ব্রুস লি-র আঙুলের এত জোর ছিল যে, তিনি কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফুটো করে দিতে পারতেন। বলে রাখা দরকার, ওই ক্যান পাতলা অ্যালুমিনিয়ামের নয়, স্টিলের হত।

জ্যাকি চ্যান তাঁর ফিল্মের কেরিয়ার শুরু করেন ব্রুস লির স্টান্টম্যান হিসাবে। তিনি ব্রিস লি-র বড় ভক্ত।

বই পড়তে খুব ভালবাসতেন ব্রুস লি। ভালবাসতেন টিভি দেখতেও।তাঁর নিজস্ব একটা লাইব্রেরি ছিল। সেখানে প্রায় ২ হাজারের বেশি বই ছিল।

ব্রুস লি-র জন্ম হয়েছিল সান ফ্রান্সিসকোতে। তাঁর মা ছিলেন জার্মান। ব্রুস লি-র শখ ছিল কবিতা লেখা। খুব সুন্দর কবিতা লিখতেন তিনি।

এক ঘণ্টা মার্শাল আর্ট শেখানোর জন্য ব্রুস লি ২৭৫ ডলার নিতেন। বর্তমানে এই অর্থের মূল্য দেড় লক্ষ টাকা।

ব্রুস লি সম্পর্কে এ কথাও প্রচলিত যে তিনি চালের দানাকে শূন্যে ছুড়ে দিতেন।এবং চপস্টিক দিয়ে সেই দানাকে শূন্যে ভাসা অবস্থাতেই ধরে ফেলতেন।

তাঁর উপর হামলার আশঙ্কায় ব্রুস লি নিজের কাছে সব সময় .৩৬৭ ম্যাগনাম পিস্তল রাখতেন।ব্রুস লি-র এক বিশেষ ক্ষমতা ছিল। তিনি নাকি একই সঙ্গে টিভি দেখতেন, বই পড়তেন এবং মার্শাল আর্ট প্র্যাকটিসও করতেন।

ব্রুস লি-র লোকপ্রিয়তাকে মাথায় রেখে ফিল্ম ডিরেক্টাররা তাঁর মৃত্যুর পর তাঁরই ডামিকে নিজেদের ফিল্মে কাজ দিতেন দর্শকদের চাহিদা মেটাতে।

পুরো দুনিয়াকে মার্শাল আর্টে কাঁপিয়ে তোলা ব্রুস লি-র মৃত্যু হয় পেনকিলার থেকে অ্যালার্জির কারণে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.