অদ্ভুতুড়ে 11:26 PM

বুধবার রাতে রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে কিশোরী ধর্ষিত হওয়ার পরদিনই ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জেলার গোদাগাড়ীর রাজাবাড়িতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 


ফের গণধর্ষণ রাজশাহীতে

ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে সেনানিবাসের সুরক্ষিত এলাকায় ধর্ষণ করে হত্যার ঘটনায় দেশব্যাপী তুমুল আন্দোলনের মধ্যেই রাজশাহীতে পরপর দু’দিন এ বর্বরতম ঘটনা ঘটল।

রামেক হাসপাতাল বক্স পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূকে তার স্বামী হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। সন্ধ্যার পরে ওই গৃহবধূ বাড়িতে একা থাকা অবস্থায় ৪ বখাটে বাড়িতে প্রবেশ করে। এ সময় ওই বখাটেরা দরজা বন্ধ করে গৃহবধূকে জোর করে ধর্ষণ করে।

গৃহবধূর স্বামী আরও বলেন, তার স্ত্রীর চিৎকারে পরে বখাটেরা পালিয়ে যায়। তিনি স্ত্রীকে উদ্ধার করে ওসিসিতে ভর্তি করান।

তবে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ তিনি এখনো পাননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.