অদ্ভুতুড়ে 12:06 AM

প্রাইভেট পার্টিতে দেখা করলেন বলিউডি নায়িকা স্নেহা উল্লাল এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যেখানে নায়িকাকে নাকি আদর করে ‘পুতুল’ বলেও সম্বোধন করেছেন গেইল।


স্নেহার কথায়, ‘‘কয়েক দিন আগেই প্রাইভেট পার্টিতে আমার সঙ্গে গেইলের দেখা হয়েছে। আমরা ফোন নম্বও এক্সচেঞ্জ করেছি। ও তো আমাকে ‘হিউম্যান ডল’ বলেই ডাকছিল। ওর বলিউড-প্রীতির কথা শুনে অবাক হয়ে গিয়েছি। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে ক্রিস।’’

ওই পার্টিতেই নাকি এক সঙ্গে গান গেয়েছেন তাঁরা। র‌্যাপ মিউজিকের সঙ্গে কোমরও দুলিয়েছেন! সব মিলিয়ে গেইল আবেশে মাত স্নেহা।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.