অদ্ভুতুড়ে 2:05 AM

অসামান্য যাদের প্রতিভা,সত্তরের দশক থেকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করে আসছিলেন রঞ্জিত মল্লিক,কয়েক শতাধিক সিনিমাতে অভিনয় করেছেন।


১৯৪৪ সালে কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতাকলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন,তার স্ত্রীর নাম দেবা মল্লিক,মেয়ে জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক,আচমকা ঘটনা টা ঘটে আজ ভারতীয় সময় সকাল এগারোটায় নিউ কলকাতার হিন্ধ থাবা রেস্থরায় রঞ্জিত মল্লিক এক অনুষ্ঠানে ঘোষণা দিলেন যে, তিনি আর অভিনয় করবেন না, রঞ্জিতের এই সিদ্ধান্তে কলকাতার সিনেমা জগতের সবাই হতাশ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.