অদ্ভুতুড়ে 11:00 AM

যতোনা অভিনয়ে, তার বেশি বেশি টপলেস হয়েই আলোচিত হয়েছেন বলিউডের মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। ২০১১ সালের বিশ্বকাপে ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন তিনি।


পুনম অর্ধনগ্ন ভারতের জয়ের খুশিতে poonam pandey strips for indian cricket team
 ঘটনাক্রমে সেবার ভারত বিশ্বকাপ জিতেওছিল। কিন্তু শিবসেনাদের চাপের মুখে সেবার নিজের সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছিলেন তিনি।

এবার ভারতের মাটিতে চলমা টি-টুয়েন্টি বিশ্বকাপে টুঁ শব্দটি করেননি তিনি। বলা চলে একদম নিরবই ছিলেন। কিন্তু গতকাল বাংলাদেশের বিপক্ষে এক রানে ভারত জিতে যাওয়ায় নিরবতা ভেঙে ফের সরব হয়েছেন তিনি। ঝড় তুলেছেন টুইটারে।

ধোনী-বিরাট কোহলীদের জন্য গিফট হিসেবে নিজের অর্ধনগ্ন ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, টিম ভারতের জন্য আমার এই ছোট্র গিফট।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.