অদ্ভুতুড়ে 11:55 PM

‘চোরাবালি’ দিয়ে প্রথম ঢাকাই ছবিতে অভিনয় শুরু করেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এর পর বেশ কিছু ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখেছেন দর্শক। এ বার নবাগতা পিজে হেলেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। যৌথ প্রযোজনায় ছবিটির নাম ‘প্রেম কাব্য’। 


কলকাতা থেকে এর পরিচালনা করবেন অনুজ মিত্র। তবে বাংলাদেশের পরিচালক কে থাকছেন, তা এখনও ঠিক হয়নি। প্রযোজনা করছেন বাংলাদেশের ব্লু জিনজার মাল্টিমিডিয়া ও কলকাতার মুন্না ফিল্মস ইন্টারন্যাশনাল। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, রাজু আহমেদ। চলতি বছরের জুনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.