অদ্ভুতুড়ে 11:58 PM

তাঁদের বিচ্ছেদের গুঞ্জন তো বি-টাউনে নতুন নয়। এ নিয়ে ইদানীং কালে বেশ কিছু নিউজপ্রিন্টও খরচ হয়েছে। তা বলে কি আর ফিরে আসতে নেই? তাঁরা হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। শনিবার কলকাতায় পাক বধের মহাযজ্ঞে বিরাট যখন ৩৭ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন তখন অনুষ্কার ভূমিকা কী হতে পারে?


নিশ্চয়ই ভাবছেন, এক বার যখন আড়ি হয়েই গিয়েছে তখন বিরাট যা খুশি অ্যাচিভ করুন না কেন, তাতে কিছুই এসে যায় না নায়িকার। ভুল ভাবছেন। অমন দুর্দান্ত ইনিংসের পর বিরাটকে অভিনন্দন জানিয়ে নাকি মেসেজ করেছেন অনুষ্কা!

বি-টাউনে এই এসএমএস নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা। অনেকেই মনে করছেন, এ যেন সম্পর্ক ফের জোড়া লাগার ইঙ্গিত। বিরাটের থেকে হাত সরিয়ে নিয়েছিলেন তিনি। আবার ফেরার জন্য হাত বাড়ালেন অনুষ্কাই। অভিমানের বরফ গলছে তাঁর দিক থেকে। এ বার বিরাটও সেই ডাকে সাড়া দেবেন তো?

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.