অদ্ভুতুড়ে 12:44 AM

গলায় ছুরি ধরলেও বলব না, ভারত মাতা কি জয়। সঙঘ প্রধান মোহন ভাগবতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একথা বললেন এআইএমআইএম-এর নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াসি। তার এই বক্তব্যে শিবসেনা পাল্টা তোপ দেগে বলেছে, 'ভারত মাতা কি জয়' না বলতে চাইলে, ওয়াসির পাকিস্তান চলে যাওয়া উচিত।

ভারত মাতা কি জয় বলবো না গলায় ছুরি ধরলেও

চলতি মাসের ৩ তারিখ মোহন ভাগবত দলীয় কর্মিসভায় বলেছিলেন, নতুন প্রজন্মকে ভারত মাতার জয় স্লোগান শেখানোর সময় এসেছে। এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মহারাষ্ট্রের লাতুরে একটি দলীয় সভায় হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াসি বললেন, 'আপনি আমার গলায় ছুরি ধরলেও আমি ওই স্লোগান দেব না। ভাগবত সাহেব, আপনি কি করবেন? সংবিধানের কোথায় এটা লেখা নেই যে, সবাইকে ভারত মাতা কি জয় স্লোগান দিতে হবে।'

সঙ্ঘ প্রধানের বিরুদ্ধে তোপ দেগে ওয়েসি আরও বলেন, 'ওনি কাকে ভয় দেখাতে চাইছেন? তিনি কখনওই তার আদর্শ অন্যের উপর চাপিয়ে দিতে পারেন না।'

ওয়াসির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে শিবসেনা। শিবসেনা শীর্ষ নেতা তথা মন্ত্রী রামদাস কদম বলেছেন, 'ওয়াসির পাকিস্তানে চলে যাওয়া উচিত। আমি মহারাষ্ট্র সরকারকে বলেছি, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।'- সংবাদমাধ্যম

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.