অদ্ভুতুড়ে 4:43 AM

নিজের শ্বশুরবাড়ির লোকেদের মাফিয়া বললেন নবাবজাদা সাইফ আলি খান!‌ শুনে কেচ্ছার গন্ধে চনমন করে উঠেছিল সংবাদমাধ্যম। কিন্তু মিঞার কথা হেসেই উড়িয়ে দিলেন বিবি কারিনা। তাঁর খানদানকে মাফিয়া পরিবার বলল যে!‌ 

কারিনা জানালেন, সাইফ প্রায়ই এসব বলে। আসলে কাপুর পরিবারের যে কোনও অনুষ্ঠান মানেই এলাহি খানাপিনার বন্দোবস্ত। কম করে ৩০ রকমের পদ সাজানো থাকে টেবিলে। তার সঙ্গে অঢেল পানীয়। আর খাইয়ে হিসেবে বিখ্যাত কাপুরদের সবার নজর থাকে সেই দিকেই। বেপরোয়া পানভোজনই ওঁদের প্রিয় বদভ্যেস। যেমনটা দেখা যায় সিনেমায়, ইতালির মাফিয়া পরিবারের ভোজসভায়। গুষ্টিশুদ্ধু সবাই স্রেফ খানাপিনায় ব্যস্ত। 

তবে এই মাফিয়া পরিবারের সান্নিধ্যই তাঁর সবথেকে প্রিয়, কাছের মানুষরা সবাই এই মাফিয়ারাই, আদুরে গলায় বলেছেন কারিনা।‌ - সূত্র : আজকাল

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.