সঞ্জয় দত্ত জেল থেকে বেরনোর পথে ফের কাঁটা। সঞ্জয় দত্তের মুক্তিকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন এক ব্যক্তি। বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার।
বৃহস্পতিবারই পাঁচ বছরের কারাবস কাটিয়ে জেল থেকে বেরনোর কথা সঞ্জয় দত্তের। শুধু তাঁর পরিবার বা বন্ধুবান্ধব নন, মুন্নাভাইয়ের অগণিত ভক্তও ইতিমধ্যেই কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন। মুম্বইয়ের এক রেস্তোঁরার মালিক সঞ্জুবাবার মুক্তির আনন্দে বৃহস্পতিবার সবাইকে নিখরচায় খাওয়ানোর কথা ঘোষণা করেছেন। - সূত্র : এইসময়

Post a Comment