অদ্ভুতুড়ে 9:39 PM

য়েলকাম ব্যাক সিনেমার পর রকি হ্যান্ডসাম সিনেমায় আবারো জুটি বেঁধেছেন জন আব্রাহাম এবং শ্রুতি হাসান। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার দ্বিতীয় গান ‘রেহনুমা’। আর গানটিতে জন-শ্রুতির রসায়ন মনে ধরেছে দর্শকদের।


রোমান্টিক ঘরানার ‘রেহনুমা’ গানটির মধ্য দিয়ে সিনেমায় তাদের রসায়নের কিছুটা ইঙ্গিত দিয়েছেন জন-শ্রুতি। আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে তা পেয়েছে ভিন্ন মাত্রা। বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে তাদের। গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে গানটির প্রশংসা করছেন দর্শকরা। ইউটিউবে ৯ লাখেরও বেশিবার দেখা হয়েছে গানটি।

‘রেহনুমা’ গানটি লিখেছেন মনোজ মুন্তাসির এবং সাগর লহৌরি। কম্পোজ করেছেন  সানি বাওরা এবং ইন্দর বাওরা। শ্রেয়া ঘোষাল ছাড়ও গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দর বাওরা।

নিশিকান্ত কামাত পরিচালিত রকি হ্যান্ডসাম সিনেমায় জন আব্রাহম এবং শ্রুতি হাসান ছাড়াও অভিনয় করেছেন শারদ কেলকার, নাঠালিয়া কৌর, নিশিকান্ত কামাতসহ অনেকে। আগামী ২৫ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন : ‘রেহনুমা’ গানটি 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.