অদ্ভুতুড়ে 11:17 AM
পরিমনির অশ্লীল দাবী (১০০% ভিডিও সহ)।


 ‘এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে’ আছে পদ্মার ইলিশ’ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করাই যেনো পরীমনির ধর্ম! ছবি মুক্তির আগে কোনো নায়িকাকে এতটা সমালোচনায় পড়তে হয়নি যতোটা না পরীমনি পড়েছেন।

কিন্তু একের পর এক বিতর্কের জন্ম দেয়া পরীমনির বিরুদ্ধে ফের অশ্লীলতার অভিযোগ উঠেছে। জানা গেছে, মুক্তি প্রতীক্ষিত ছবি ‘লাভার নাম্বার ওয়ান’-এ পরীমনি বেশ কয়েকটি অশ্লীল দৃশ্যে অভিনয় করেছেন।
ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। সম্প্রতি ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পরী তার নায়ককে বলছউধুর’এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে’।
বলার ঢংয়ে যথেষ্ট অশ্লীলতা দেখা গেছে। ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করতে দেখা গেছে বিতর্কিত এ অভিনেত্রীকে। এসব দৃশ্যে সংলাপ আওড়ানোর সময় পরীর অশ্লীল অঙ্গভঙ্গি বেশ বিব্রতকর বলেও মন্তব্য করেছেন অনেকে।

ভিডিও দেখুন… 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.