মার্কিন পপস্টার মাইলি সাইরাস মানেই অদ্ভুত ও অস্বস্তিকর কিছু ঘটতে চলেছে। সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-এ এক অদ্ভুত পোশাক পড়ে চমকে দিয়েছেন সবাইকে। সমালোচনার ঝড় না থামতেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন অর্ধনগ্ন সেলফি।
ইন্সটাগ্রামে দুই দিনে দুটো টপলেস সেলফি পোস্ট করেছেন মাইলি। দুটো ছবিই বিছানায় তুলেছেন তিনি। 'রেকিং বল' তারকার নাকি টপলেস সেলফি তোলার বাতিক রয়েছে। তিনি অহরহ কাজটি করেন। এ দুটো ছবি তারই নমুনা।
আগস্টের ৩০ তারিখে এমটিভি'র অ্যাওয়ার্ডে ফটোগ্রাফাররা হামলে পড়েন মাইলিক দিকে। যে পোশাকটি পড়েছিলেন, তাতে কাপড়ের উপস্থিতি নেই বললেই চলে। হাসিমুখে পোজ দিয়েছেন সেখানে।
দু'দিন বাদেই আবার এমন ছবি দিয়ে সমালোচনার ঝড় আরো উস্কে দিলেন। এ ছবি দুটি তার ২ কোটি ৭০ লাখ ফলোয়ারের কাছে শেয়ার হয়েছে। সূত্র : ডেইলি মেইল
Post a Comment