অদ্ভুতুড়ে 11:45 PM

কানে প্রদর্শিত হয়ে গেল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘জাজবা’ সিনেমার ৭ মিনিটের উত্তেজনাময় একটি সিকোয়েন্স। আর এতেই মন্ত্রমুগ্ধের ন্যায় পর্দায় চোখ যেন আটকে গেল দর্শকদের।

 

 

 ঐশ্বরিয়ার ‘জাজবা’ ছবির ৭ মিনিটের উত্তেজনাময় দৃশ্যে



এক অপহৃত মেয়ের মায়ের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অ্যাশ। কানে প্রদর্শন করার জন্য ‘জাজবা’ সিনেমার নির্মাতা সঞ্জয় গুপ্ত কোন ট্রেলার নির্মাণ করেননি, বরং তিনি সিনেমাটিরই বিশেষ এক দৃশ্য প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। তবে এই সিনেমার সাউন্ড ডিজাইনার রেসুল পুকুটি এই সিনেমার নাটকীয় দৃশ্যগুলোতে শব্দের এমন মাত্রা যোগ করেছেন যে তা এই সিনেমাকে অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছে।

৭ মিনিটের এই সিকোয়েন্সটি দেখে এক জার্মান সমালোচকের চোখ জলে ভরে গেছে। ঐশ্বরিয়া তার মেয়ের জীবন বাঁচানোর জন্য যেভাবে মিনতি করছিলেন তা দেখে সকলেই আবেগপ্রবণ হয়ে যান।

উল্লেখ্য, ‘জাজবা’ সিনেমার মাধ্যমেই বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারো সিনেমাজগতে পা রেখেছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.