চলচ্চিত্র আসতে চান জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলিউড সম্রাজ্যে পা রাখতে। তার ভাই এরই মধ্যে দু তিনটে সিনেমা করে ফেলেছেন। কিন্তু সেই তুলণায় এখন পর্যন্ত শুধু পার্টিগুলোতেই যেতে পেরেছে কৃষ্ণা। সে কারণেই নিজের প্রচারণায় নিজেই মেতেছেন এবার ইনস্টাগ্রাম নিয়ে।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক সাহসী ছবি পোস্ট করে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। অবশ্য তিনি হাটলেন পুনম পান্ডে, বীণা মালিকের পথে। প্রযোজক-পরিচালকদের নজর কাড়ার চেষ্টা করতে ভোরের আলোয় তোলা অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন তিনি। যা এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছে বলিউড পাড়ায়। তবে এখন পর্যন্ত তার সরাসরি কোন ফল পাননি কৃষ্ণা।
Post a Comment