অদ্ভুতুড়ে 1:32 PM
 জিতের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহিকে
ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করতে ফের এগিয়ে এসেছে দুই দেশের ফিল্ম দুনিয়া। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাওয়া তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে দুই দেশের দুই স্টারকে।
সুপারস্টার জিতের বিপরীতে দেখা যাবে ঢাকার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে। সৈকত নাসিরের পরবর্তী ছবি 'ওয়ারিশ'-এই নাকি একসঙ্গে দেখা যাবে দুইজনকে। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এই ছবিটি প্রযোজনা করবে বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। তবে ভারতের সঙ্গে মাহি-র এটিই প্রথম কাজ নয়। এর আগে রোমিও বনাম জুলিয়েট ছবিতে অভিনেতা অঙ্কুশ-এর বিপরীতে দেখা গেছে মাহিকে। অগ্নি ২ ছবিতে ওম-এর সঙ্গেও অভিনয় করেছেন মাহিয়া মাহি। তবে শেষ পর্যন্ত এই উদ্যোগ সফল হবে কি না তা সময়ই বলবে...

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.