রক্ত মাংসের জীবন্ত অদ্ভুত এক পাথর, শুনতে অবাক লাগলে সত্যি সত্যি এই বিচিত্র প্রাণীটি রয়েছে আমাদের এই পৃথিবীতেই। সামুদ্রিক এই প্রাণীটিকে আপনি হঠাৎ দেখলে পাথরই ভাববেন।
প্রাণীটির নাম পিউরা চিলেনসিস, চিলি এবং পেরুর সমুদ্র উপকূলেই সন্ধান মেলে এই বিচিত্র প্রাণীটির। বাইরের পাথরের দেখতে চামড়া নীচেই এদের রয়েছে অনন্য প্রাণীদের রক্ত মাংসের অঙ্গ প্রত্যঙ্গ।
এদেরকে ফিল্টার ফিডারও বলা হয়, কারন এরা খাদ্য হিসাবে সমুদ্রের পানি গ্রহন করে আর সেখান থেকে শেওলা এবং অনুজীব গ্রহন করে বিশুদ্ধ পানি আবার বের করে দেয়।
ভিডিওঃ

Post a Comment