অস্ট্রেলিয়ার নাগরিক রব্বি ম্যাডিসন। পদার্থবিজ্ঞানের ভরবেগকে তোয়াক্কা না করেই পানির ওপর দিয়ে মোটরসাইকেল চালান। মোটরসাইকেল নিয়ে সমুদ্রে সার্ফিং করে তাক লাগিয়ে দিয়েছেন এ বাইকার।
পানির ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর জন্য তিনি তার বাইকটিকে বিশেষ ভাবে তৈরি করেছেন। এটি একটি এক্সএল ঘরানার স্পোর্টস বাইক। ফলে ওজনেও কিছুটা হালকা-পাতলা। এটির দুই চাকায়ই নৌকার প্যাডেলের মতো লোহার পাত লাগানো হয়েছে।
এই মোটরসাইকেলটির টায়ারগুলোও বিশেষ ধরনের। ফলে পানির ওপর চাকার ঘূর্ণনের সময় এই প্যাডেল মোটরসাইকেলটিকে ভাসিয়ে রেখে গতির মসৃণতা দেয়।
/
ভিডিওটি দেখুনঃ
পানির ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর জন্য তিনি তার বাইকটিকে বিশেষ ভাবে তৈরি করেছেন। এটি একটি এক্সএল ঘরানার স্পোর্টস বাইক। ফলে ওজনেও কিছুটা হালকা-পাতলা। এটির দুই চাকায়ই নৌকার প্যাডেলের মতো লোহার পাত লাগানো হয়েছে।
এই মোটরসাইকেলটির টায়ারগুলোও বিশেষ ধরনের। ফলে পানির ওপর চাকার ঘূর্ণনের সময় এই প্যাডেল মোটরসাইকেলটিকে ভাসিয়ে রেখে গতির মসৃণতা দেয়।
/
ভিডিওটি দেখুনঃ
Post a Comment