![]() |
| ক্যাটরিনায় বুঁদ বিশ্ব 'আফগান জালেবি' |
আকাশচুম্বী সফলতার পর এবার কবির খান ব্যস্ত তার আগামী সিনেমা 'ফ্যান্টম'র প্রচারণায়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম গান 'আফগান জালেবি'।
“আফগান জালেবি, মাসুম ফেরেবি,ঘায়েল হে তেরা দিবানা…..” কথার এই গানে অসম্ভব মায়াময়ী এক রমনীর চরিত্রে আবির্ভূত হয়েছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ট্যুইটারেই এই গানটি পোস্ট করেছেন পরিচালক কবির খান।
মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিও গানটি। আর এই গানের পর এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে আছেন ক্যাটরিনা। সিনেমায় ক্যাটরিনার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খান। সাইফকে দেখা যাবে এক আর্মি অফিসারের ভূমিকায়।

Post a Comment