নিউজ ডেস্ক : সফ্টওয়্যার দিয়ে আপনি যে কোন নাম্বারে কথা বলতে পারবেন তার একাউন্ট ছাড়াই। সফ্টওয়্যারটি কিভাবে সেটিং করবেন দেখেনিন প্রথমে Country সিলেক্ট করুন।তারপর নাম্বারটি বসান।এরপর উপরের ডান দিকের Continue চাপুন। তারপর আপনার ফোনে একটি মেসেজ আসবে।মেসেজের কোডটি দ্বারা একাউন্ট ভেরিফাই করুন। তারপর আপনা সঠিক নামটি লিখুন।
(বিঃদ্রঃনামটি লিখতে কোন Space ব্যবহার করা যাবে না।)
এখন আপনার একাউন্ট হয়েছে।এখন দেখুন আপনার ফোনে এই পেজটি আসবে। পেজটি দেখার পর আপনাকে যা করতে হবে। ফোনটিতে ডানদিক থেকে বামদিকে পাঁচটি পেজ অতিক্রম করুন। এখন দেখুন আপনার ফোনে এই স্ক্রিনসট এর মত পেজ আসবে। এটা দেখে আপনি (Start Using Dingtone) এ চাপুন।
তারপর উপরের বামদিক থেকে Country code সিলেক্ট করে নাম্বার তুলে কল করে সবাইকে চমকেদিন।
Post a Comment