স্বামীর উপর রাগ করে আত্মহত্যার জন্য পাঁচতলার ব্যালকোনি দিয়ে লাফ দিল স্ত্রী, কিন্তু প্রত্যুত্পন্নমতি স্বামীর উপস্হিত বুদ্ধির জন্য এ যাত্রায় বেঁচে গেলেন স্ত্রী।
মনমালিন্যের এক পর্যায়ে আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীকেড পাঁচতলা এপার্টমেন্ট থেকে বের করে দেয় স্ত্রী, তবে স্বামী এ হুমকি শোনার পর বসে থাকেনি, উপস্হিত বুদ্ধি ব্যবহার করে সাথে সাথে চারতলার এপার্টমেন্ট যেয়ে অপেক্ষা করতে থাকে, এরই মধ্যে রাগান্বিত স্ত্রী কথা অনুযায়ী কাজও করে ফেললেন, আত্মহত্যার জন্য লাফ দিলেন পাঁচতলার ব্যালকোনি দিয়ে, তবে এ যাত্রায় বেঁচে গেলে , খপ করে ক্যাচ ধরে ফেললেন স্ত্রী, পরবর্তীতে রাস্তায় লোক জড়ো হলে তাদের ধারণ করা সেই ভিডিও অনলাইনে আসলে ব্যপক সাড়া পড়ে। এরপর নীচ থেকে লোক যেয়ে এবং আশে পাশের এপার্টমেন্টের মানুষের সহায়তায় স্ত্রীকে রক্ষা করতে সক্ষম হন স্বামী।
ঘটনাটি ঘটেছিল দক্ষিন চীনে।
/
ভিডিওটি দেখুনঃ
Post a Comment