![]() |
বলিউডে এন্ট্রি আমেরিকান TV স্টার কিম কার্দাশিয়ান |
হলিউড স্টার এই প্রস্তাব গ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনও কিছু না জানালেও পরিচালক ফয়জল সইফ নিশ্চিত যে কিম এই ছবি করবেন। ডায়মেনশন ফিল্মসের এই থ্রিলার হিন্দি, তামিল ও তেলুগু এই তিনটি ভাষায় তৈরি হবে। ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। এই মুভি ভারতের সবচেয়ে বলিষ্ঠ ও ঘিনঘিনে ফিল্ম হবে বলে জানিয়ে ইতিমধ্যেই নিজের ছবি নিয়ে বিতর্ক বাজারে ছড়িয়ে পড়েছেন ছবির পরিচালক।
বর্তমানে অন্তঃসত্ত্বা কিম নিজের শরীরের সঙ্গে কোনও আপোস করতে চান না। রীতিমতো নিউট্রিশনিস্ট রেখে নিজের কেয়ার নিচ্ছেন। প্রেগনেন্সিজনিত কোনও সমস্যা হলে পরামর্শ নিচ্ছেন ডাক্তারের। শুধু সন্তানই নয়, স্বামীর ব্যাপারেও যথেষ্ট যত্নবান এই হলিউড রিয়েলিটি শো স্টার।
সম্প্রতি বেটারহাফ ক্যানি ওয়েস্টের জন্মদিন সেলিব্রেশন নিয়ে তোলপাড় হয়েছে বিনোদন দুনিয়ায়। প্রচুর টাকার বিনিময়ে একটি বিশাল এলাকা ভাড়া করে কিম তাঁর স্বামীর জন্য তৈরি করেছিল বাস্কেটবল থিম।
Post a Comment