অদ্ভুতুড়ে 8:51 AM



গুগল তাদের সার্চ রেজাল্টে নতুন "ক্রয় বাটন " (buy button) সংযোগ করতে চলেছে। যার মাধ্যমে ক্রেতারা সাইট ত্যাগ না করেই ঐ পন্য ক্রয় করতে পারবেন ।


গুগলের চীফ বিজনেস অফিসার ওমিদ কোরদাচতানি বলেছেন এই বাটন টি তারা খুব শীঘ্রই যোগ করতে যাচ্ছে । এর ফলে সার্চ করে পণ্য না খুজে বরং সরাসরি পণ্য ক্রেতা ক্রয় করতে পারবেন ওই ওয়েব সাইট এর মাদ্ধমে । গুগল যদিও অ্যামাজন.কম কে তাদের সাইটে বিশেষ ভাবে রাখছে কেননা বেশিরভাগ অনলাইন ক্রেতা এই সাইট থেকে ক্রয় করে থাকে ।

গুগল অনেক দিন থেকে অনলাইন শপিং এর ব্যাপারে অনেক দিন ধরে কাজ করে আসছে । বর্তমানে ইউরোপিয়ান অনুসন্ধানী দল এই বিষয় নিয়ে অনুসন্ধান চালাচ্ছে । ক্রেতা এই সুবিধায় সরাসরি ক্রয় পেজ-এ যেয়ে পণ্য ক্রয় করতে পারবে । যদিও শপিং সার্চ-এর ফলাফল সাধারন সার্চ রেজাল্টেও পাওয়া যাবে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.