অদ্ভুতুড়ে 2:26 PM
গরমে একটা ‘হট’ ফটোশ্যুটাও সেড়ে নিলেন ড্যানিয়েল


আমেরিকান টিভি রিয়েলিটি স্টার ড্যানিয়েল স্ট্রং কাজ কর্ম রেখেই শীতল পরশ গায়ে মাখতে তাই সোজা উড়াল দিলেন স্পেনের সমুদ্র সৈকতে। আর যেহেতু এতোদূর পর্যন্ত এসেই গেছেন, তাই গরমে একটা ‘হট’ ফটোশ্যুটাও সেড়ে নিলেন।


হ্যাঁ, দোয়ি’ স্টার ড্যানিয়েল এই ভ্যাঁপসা গরমে বিকিনি পরে নেমে গেলেন সমুদ্র সৈকতে। তবে তাকে কি! শর্টস পরা তো এই টিভি স্টারের জন্য ডালভাত। তাই স্পেনের মার্বেলা সৈকতে তিনি ইচ্ছেমতো গায়ে জলের পরশ মাখলেন। তবে ফটোশ্যুটে তাকে নির্জন জায়গাতেই দেখা গেল।

ড্যানিয়েল সম্প্রতি অবসর কাটাতে গিয়েছিলেন স্পেনের মার্বেলা সমুদ্র সৈকেতে। সেখানে গিয়ে বিকিনি পরে পোজও দেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। আর সেই বিকিনি পরা ছবিগুলো ‘ডেইলি মেইল’ সবার প্রথম প্রকাশ করলো। 

অ্যালবামে দেখুন সমুদ্রে ড্যানিয়েলের বিভিন্ন ভঙ্গিতে ছবিগুলো… 

গরমে একটা ‘হট’ ফটোশ্যুটাও সেড়ে নিলেন ড্যানিয়েল

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.