![]() |
| পরী মনি নতুন রূপে |
জয়া আহসানের পর স্যান্ডেলিনা সাবানের মডেল হয়েছেন সময়ের আলোচিত নায়িকা পরী মনি। বিজ্ঞাপনটির শুটিং ধারণ করা হয় কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে। সৈনক মিত্রর পরিচালনায় টানা চারদিন ধরে চলে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ কাজ।
![]() |
| পরী মনি নতুন রূপে |
এ বিষয়ে পরী মনি বলেন, 'এটি আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা। প্রথমবার কলকাতায় কোনো কাজ করলাম। সবার আন্তরিকতা মুগ্ধ করেছে। সবাই বেশ সহযোগিতা করেছে। বিজ্ঞাপনচিত্রটি বেশ ভাল হবে আশা করছি। শিগগিরই এটি সবাই দেখতে পাবেন।'
তিনি আরো বলেন, 'এক ঢিলে অনেকগুলো পাখি মেরেছি। বিজ্ঞাপনের কাজ করেছি। আইপিএলের ক্রিকেট ম্যাচ দেখেছি। কলকাতায় শপিং করেছি। সব মিলিয়ে চমৎকার কেটেছে কলকাতায়।'


Post a Comment