অদ্ভুতুড়ে 1:16 PM
অবশেষে নার্গিস আজহারউদ্দিনের স্ত্রীর ভূমিকায় চুক্তিবদ্ধ হলেন


মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মাণ হতে যাওয়া সিনেমায় ইমরান হাশমির ফার্স্ট লুক ইতোমধ্যেই প্রকাশিত হলেও এই সিনেমার নারী চরিত্র নিয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। এই সিনেমায় নার্গিস ফাখরি আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন বলে একবার কথা উঠলেও পরে তা গুজব বলে জানা যায়। তবে আবারও উঠে এসেছে নার্গিসেরই নাম।

এটা নিশ্চিত যে আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরীনের চরিত্রে অভিনয় করছেন প্রাচী দেশাই। কিন্তু আজহারের দ্বিতীয় স্ত্রী মডেল-অভিনেত্রী থেকে পুরোদস্তুর সাংসারিক হয়ে যাওয়া সঙ্গীতা বিজলানির চরিত্রের জন্য নার্গিস ফাখরিই নাকি ঠিক আছেন।
এই চরিত্রের জন্য প্রথমে কারিনা কাপুরকে প্রস্তাব দেয়া হলেও তিনি নাকি তা ফিরিয়ে দেন। তবে নার্গিস নাকি ইতোমধ্যেই সঙ্গীতার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর তাছাড়া একতা কাপুর এমন একজনকে খুঁজছিলেন যে কিনা সত্যিকার জীবনেই একজন মডেল ও ভীষণ আবেদনময়ী।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.