অদ্ভুতুড়ে 1:58 AM
‘সেলফি কুইন’ পুরস্কার জিতলেন বলিউড সুন্দরী দাবাং গার্ল সোনাক্ষী সিনহা 


‘সেলফি কুইন’ পুরস্কার জিতলেন বলিউড সুন্দরী দাবাং গার্ল সোনাক্ষী সিনহা।বলিউডের জনপ্রিয় একটি পোর্টালের দর্শক জরিপে প্রথম স্থান অধিকার করেন সোনাক্ষী।


সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের বিভিন্ন ধরণের ছবির ‌ওপর ও দর্শকদের ভালোলাগার ওপর একটি জরিপ করা হয়। সেই তালিকায় সোনাক্ষী ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, সোনম কাপুর ও শ্রদ্ধা কাপুর। বলিউডের এই তিনজন জনপ্রিয় অভিনেত্রীকে পেছনে রেখে ‘সেলফি কুইন’ খেতাবটি নিয়ে নেন এই দাবাং সুন্দরী।
এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘বেশ ইন্টারেস্টিং একটি জরিপ ছিল। আমি এই নিয়ে চিন্তাও করিনি যে আমার সেলফি দিয়ে এমন একটি পুরস্কার পাবো। কৃতজ্ঞ আমার ভক্তদের প্রতি। যারা আমার সাথে সব সময় থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমার কাজের মন্তব্য করেন। এছাড়াও কৃতজ্ঞ তাদের প্রতি যারা এই দারুণ আয়োজনটি করেছেন।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.