![]() |
| উচ্ছ্বাস আর আনন্দে মেয়ের জন্মদিন পালন করছেন ইমরান খান |
এক বছর পূর্ণ হওয়ায় বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট ইমারা খানকে। আর বাবা ইমরান খান ও মা অবন্তিকাও মেয়েকে নিয়ে করে রেখেছেন নানান ধরণের পরিকল্পনা। ভাগ্নের মেয়ের জন্মদিনে পার্টি দেয়ার কথা রয়েছে মামা আমির খানেরও।
দীর্ঘ তেরো বছর ধরে একসঙ্গে বাস করলেও বলিউড অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক খান বিয়ে করেছিলেন ২০১১ সালে। তাদের কোলজুড়ে ২০১৪ সালের ৯ জুন জন্ম হয় তাদের প্রথম সন্তান ইমারা খান।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জুন ইমরানে খানের মেয়ে হওয়ার দিনই মামা বলিউড তারকা আমির খান টুইটারে জানিয়েছিলেন, ‘নতুন অতিথির আগমনে পুরো পরিবার ভাসছে খুশির বন্যায়’।
এক বছরেও নাকি খান পরিবারে সেই খুশির একটুও কমতি ঘটেনি, বরং দিন দিন মেয়ে ইমারা খানের বয়সের সঙ্গে সঙ্গে তা বাড়ছেই।

Post a Comment