![]() |
| ১৬ বছর বয়সে আমাকে ব্রাউনি বলে ডাকা হতোঃ প্রিয়াংকা চোপড়া |
প্রিয়াংকা আমেরিকান থ্রিলার শো কোয়ান্টিকোতে একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ সময়েই তিনি স্মরণ করলেন স্কুল জীবনে যুক্তরাষ্ট্রে পড়াকালীন তাকে ব্রাউনি নামে ডাকা হত।
কোয়ান্টিকোতে অভিনয় প্রিয়াংকার জীবনে একটি বড় ঘটনা হিসেবেই বর্ণনা করছেন তিনি।
প্রিয়াংকা বলেন, ‘বাস্তবে কোয়ান্টিকো একটি বড় বিজয়। আমি আশা করি এটি সফল হবে কারণ এটি ভারতীয় অভিনেত্রীদের গুরুত্বের সঙ্গে নেওয়ার একটি সুযোগ।’
স্কুলে পড়াকালীন যুক্তরাষ্ট্রে নিগৃহীত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মার্কিন স্কুলে পড়ার সময় বহুবার মৌখিকভাবে নিগৃহিত হয়েছি। আমি বহুবার বর্ণবিদ্বেষের মুখোমুখি হয়েছি। যে কারণে আমি ফিরে আসি। আমি সে সময় মাত্র ১৬ বছর বয়সী ছিলাম। আমাকে ব্রাউনি বলা হতো।’
তিনি বলেন, ‘তারা আমাকে বলত ব্রাউনি যেই নৌকায় তুমি এসেছ তাতে ফিরে যাও।’
তবে তিনি ভারতে ফিরে গেলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে নিজের যোগ্যতায় কাজ করায় বরাবরই আগ্রহী ছিলেন। আর এক্ষেত্রে তিনি নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্যই এটি করছেন বলে জানান।

Post a Comment